দেশ

Puri Rath Yatra | পুরীর রথযাত্রায় পদপিষ্টের মতো পরিস্থিতি! আহত প্রায় ৫৫০ জন ভক্ত!

Puri Rath Yatra | পুরীর রথযাত্রায় পদপিষ্টের মতো পরিস্থিতি! আহত  প্রায় ৫৫০ জন ভক্ত!
Key Highlights

শুক্রবার বলভদ্রের রথ ‘তালধ্বজ’ টানার সময় প্রবল হুড়োহুড়িতে প্রায় পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরী হয় বলে খবর।

পুরীর রথযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা! শুক্রবার বলভদ্রের রথ ‘তালধ্বজ’ টানার সময় প্রবল হুড়োহুড়িতে প্রায় পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরী হয় বলে খবর। দুর্ঘটনায় আহত প্রায় ৫৫০ জন ভক্ত। ইতিমধ্যেআহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ‘কলিঙ্গ টিভি’ সূত্রে খবর, ভক্তদের মধ্যে রথের দড়ি ছোঁয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। শুরু হয় ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি। এরপরই হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। ভিড়ের চাপে পড়ে যান অনেকে। পদপিষ্ট হওয়ার ভয়ে ছোটাছুটি শুরু করে দেন ভক্তরা। এই সময়েই আহত হন বহু মানুষ।