করোনার জন্য ওয়ার্ক ফ্রম হোম করলে, তাদের দিন পিছু ৫% করে কর দেওয়া উচিত, প্রস্তাব ডয়েশ ব্যাঙ্কের !

Friday, November 13 2020, 7:18 am
highlightKey Highlights

করোনা পরিস্থিতির জন্য বিশ্বে এখনও পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে। ডয়েশ ব্যাঙ্কের অর্থনীতিবিদদের মতে, বাড়ি থেকে কাজ করার জন্য তাঁদের নিত্য যাতায়াত ভাড়া, খাওয়ার খরচ ও নতুন পোশাক কেনার খরচ বেঁচে গিয়েছে। সেই অনুযায়ী, দিনপিছু তাঁদের প্রত্যেকের ৫ শতাংশ করে কর দেওয়া উচিত, এতে তাঁদের তেমন ক্ষতি হবে না। তাহলে বছরে আমেরিকায় ৪৯ বিলিয়ন ডলার, জার্মানিতে ২০ বিলিয়ন, ইংল্যান্ডে ৭ বিলিয়ন পাউন্ড উঠবে। ডয়েশ ব্যাঙ্কের ফান্ডামেন্টাল ক্রেডিট স্ট্র্যাটেজি অ্যান্ড থেম্যাটিক রিসার্চের গ্লোবাল হেড জিম রিড জানিয়েছেন, যে অতিরিক্ত টাকাটা পাওয়া যাবে, তাতে পুরনো অর্থনীতিনুযায়ী গরিব কর্মীদের স্বাস্থ্য ও আর্থিক সমস্যা দুটোরই কিছুটা সমাধান হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File