SSC Teachers Protest | 'সামান্য বলপ্রয়োগ', বিকাশ ভবনে আন্দোলনরত শিক্ষক-শিক্ষা কর্মীদের ওপর লাঠিচার্জ নিয়ে সাফাই ADG-র!
Friday, May 16 2025, 10:17 am

বিকাশ ভবনে রীতিমতো সংঘর্ষ বাধে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে। চলে লাঠিচার্জ।
বৃহস্পতিবার থেকে চাকরিহারা শিক্ষক শিক্ষা কর্মীদের আন্দোলনে ফের উত্তপ্ত হয়ে উঠেছে শহর কলকাতা। বিকাশ ভবনে রীতিমতো সংঘর্ষ বাধে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে। চলে লাঠিচার্জ। এবার এই ঘটনার ব্যাখ্যা করলেন ADG দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। তিনি বললেন, ‘পুলিশ সংযত ছিল, অনুরোধ করলেও শোনেননি আন্দোলনকারীরা। ভিতরে আটকে থাকা নিরপরাধ, অসুস্থ, আটকে পড়া ৫০০ থেকে ৭০০ মানুষকে উদ্ধার করতে সামান্য বলপ্রয়োগ করতে হয়েছিল। আন্দোলনকারীদের সরাতে যতটুকু বলপ্রয়োগ না করলেই নয়, ততটুকুই করা হয়েছিল।’
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পুলিশ
- পুলিশ
- বিকাশ ভবন
- শিক্ষক নিয়োগে দুর্নীতি