রাজ্য

SSC | এবার OMR শিটের কার্বন কপি দেওয়া হবে পরীক্ষার্থীদের হাতে! সুপ্রিম নির্দেশের পরই তৎপর SSC!

SSC | এবার OMR শিটের কার্বন কপি দেওয়া হবে পরীক্ষার্থীদের হাতে! সুপ্রিম নির্দেশের পরই তৎপর SSC!
Key Highlights

নবম, দশম ও একাদশ, দ্বাদশের নিয়োগ বিধি প্রস্তুতির তোড়জোড় শুরু করলো SSC।

দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে সুপ্রিম কোর্ট। এরপরই নবম, দশম ও একাদশ, দ্বাদশের নিয়োগ বিধি প্রস্তুতির তোড়জোড় শুরু করলো SSC। জানা গিয়েছে, এবার থেকে OMR শিটের কার্বন কপি দেওয়া হবে পরীক্ষার্থীদের হাতে। এমনকি, সেই কপিটি নিয়েও যেতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও, পরীক্ষার ফলপ্রকাশের আগে নির্দিষ্ট সিরিজের উত্তরপত্র আপলোড করে দেওয়া হবে। সূত্রের খবর, এপ্রিল মাসের মধ্যেই নিয়োগবিধি প্রস্তুত করে রাজ্য স্কুল শিক্ষা দফতরের কাছে পাঠাতে চায় SSC।