SSC | প্রকাশ্যে একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা, নাম নেই যোগ্য চাকরিপ্রার্থীদেরই!

আপাতত ২০ হাজারের কিছু বেশি চাকরিপ্রার্থীকে ডাকা হচ্ছে বলে এসএসসি সূত্রে জানানো হয়েছে।
শনিবার রাতে একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করল এসএসসি। এসএসসি সূত্রে খবর, আপাতত ২০ হাজারের কিছু বেশি চাকরিপ্রার্থীকে ডাকা হচ্ছে ইন্টারভিউয়ে। ১৮ নভেম্বর, ২০২৫ তারিখ থেকে প্রার্থীদের নথিপত্র যাচাই প্রক্রিয়া শুরু হতে চলেছে। এদিকে ইন্টারভিউয়ের তালিকায় নাম নেই যোগ্য চাকরিপ্রার্থীদের একাংশের। ক্ষুদ্ধ চাকরিহারাদের একাংশ। ইন্টারভিউয়ে ডাক না পাওয়া ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের ভরসা রাখতে বলেছেন ব্রাত্য। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, ‘চাকরিপ্রার্থীদের প্রতি আমাদের আন্তরিক বার্তা-ভরসা রাখুন, ভরসা থাকুক।’
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- এসএসসি
- চাকরি দুর্নীতি
