SSC | প্রকাশ করতে হবে 'দাগি' ৭,২৯৩ জনের পুরো তালিকা, নির্দেশ বিচারপতি সিনহার!

ফের একবার দাগিদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দিলেন বিচারপতি সিনহা।
নতুন করে শুরু হয়েছে SSCর নিয়োগ প্রক্রিয়া। এরই মধ্যে ফের একবার দাগিদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দিলেন বিচারপতি সিনহা। আদালত জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি-র ৩,৫১২ জনের তালিকা প্রকাশ করেছে ঠিকই। তবে তারাই শীর্ষ আদালতকে জানিয়েছিল অযোগ্যদের সংখ্যা ৭,২৯৩। বুধবারের মধ্যে এই ৭ হাজার ২৯৩ জনের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে বলেছেন বিচারপতি সিনহা। এসএসসিকে আউট অফ প্যানেল, র্যাঙ্ক জাম্প ও OMR মিস ম্যাচদের বিস্তারিত তথ্য জানিয়ে মোট ৭২৯৩ জনের তালিকা প্রকাশ করতে হবে।
