SSC | গ্রুপ C এবং গ্রুপ D-র ৩৫১২ জন দাগি শিক্ষাকর্মীর তালিকা প্রকাশ করলো কমিশন

আদালতের নির্দেশ মেনে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়েছে। মোট ৩৫১২ জনের নাম রয়েছে তালিকায়।
এর আগে গ্রুপ সি এবং গ্রুপ ডির ‘দাগি’ শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করেছিল কমিশন। তবে তাতে শুধু নাম এবং রোল নম্বর থাকায় মামলাকারীরা সওয়াল করে, একই নামে গোটা রাজ্যে বহু ব্যক্তি থাকতেই পারে। ফলে নামের পাশে রোল নম্বর, কোন পোস্টে চাকরি করতেন, জন্মতারিখ, সঙ্গে অভিভাবকের নাম, সম্পূর্ণ তথ্য দিয়ে প্রকাশ করতে হবে। আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। অবশেষে আদালতের নির্দেশ মেনে রোল নম্বর, পোস্ট, অভিভাবকের নাম, জন্মতারিখ ইত্যাদি মিলিয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়েছে। মোট ৩৫১২ জনের নাম রয়েছে তালিকায়।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- এসএসসি
- গ্রুপ ডি মামলা
- শিক্ষাদফতর
- রাজ্য স্কুল সার্ভিস
