SSC | 'পুরনোদের সঙ্গে নতুনদের পরীক্ষা কেন?' সুপ্রিম শুনানিতে কার্যত বেকায়দায় রাজ্য!
Wednesday, November 26 2025, 10:03 am
Key HighlightsSSCর নতুন করে যে পরীক্ষা হয়েছে, সেই পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত।
SSCর নতুন করে যে পরীক্ষা হয়েছে, সেই পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের সাফ বক্তব্য, “আমরা একবারও বলিনি নতুন করে পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে ফ্রেশারদের ইনক্লুড করতে।" উল্লেখ্য, SSCতে ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষায় ফ্রেশাররাও বসেন পরীক্ষায়। এদিকে অভিজ্ঞতার ভিত্তিতে পুরোনোদের অতিরিক্ত দশ নম্বর দেয় SSC। কিন্তু একাদশ-দ্বাদশের ফলাফল বেরোলে দেখা যায় এই অতিরিক্ত ১০ নম্বরের জন্য অনেক নবাগত ফুল নম্বর পেয়েও ভেরিফিকেশনের ডাক পাননি। এরপরই মামলা ওঠে আদালতে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- এসএসসি
- শিক্ষক নিয়োগে দুর্নীতি

