Srinagar | ৫৭ বছরে সবচেয়ে উষ্ণতম মে মাস শ্রীনগরে! তাপমাত্রা পৌঁছলো ৩৪ ডিগ্রি!
Friday, May 23 2025, 7:44 am

সবথেকে উষ্ণ মে মাসের সাক্ষী থাকলো শ্রীনগর। গত ৫৭ বছরে রেকর্ড গড়লো শ্রীনগরের তাপমাত্রা।
সবথেকে উষ্ণ মে মাসের সাক্ষী থাকলো শ্রীনগর। গত ৫৭ বছরে রেকর্ড গড়লো শ্রীনগরের তাপমাত্রা। বৃহস্পতিবার শ্রীনগরের তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি, যা গত ৫৭ বছরে সর্বোচ্চ। বৃহস্পতিবারের তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে প্রায় ৯ ডিগ্রি বেশি ছিল। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগে সবথেকে বেশি গরম অনুভূত। সেখানে তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য, এর আগে ১৯৬৮ সালে ২৪ মে শ্রীনগরের তাপমাত্রা বেড়ে ৩৬.৪ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। এছাড়া ১৯৫৬ সালের ৩১ মে শেষবার শ্রীনগরের তাপমাত্রা ছুঁয়েছিল ৩৫ ডিগ্রি।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শ্রীনগর
- দেশ
- ভারত
- সর্বোচ্চ তাপমাত্রা
- তাপমাত্রা