নয়া নজির গড়ল মহারাষ্ট্রের তরুণ। ৮ দিনে সাইকেল নিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী!
Sunday, November 22 2020, 4:42 pm
Key Highlightsকাশ্মীর থেকে কন্যাকুমারী! দেশের এক প্রান্ত থেকে সম্পূর্ণ অন্য প্রান্ত সাইকেল নিয়ে মাত্র আট দিন, সাত ঘণ্টা, ৩৮ মিনিটে সেই পথ পাড়ি দিয়ে নয়া নজির গড়লেন মহারাষ্ট্রের নাসিকের তরুণ ওম মহাজন। তিনি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত ৩,৬০০ কিমি পথ পাড়ি দিয়েছেন। আগামী মাসে ১৮ বছর হচ্ছে ওমের। এই তরুণ জানিয়েছেন, "এ বছরের নভেম্বরেই মার্কিন যুক্তরাষ্ট্রে রেস হওয়ার কথা ছিল। ৬ মাস আগে লকডাউন জারি হওয়ার পর থেকেই আমি রেস অ্যাক্রস আমেরিকার জন্য প্রস্তুতি নিতে শুরু করি। কিন্তু এবার করোনা আবহে মার্কিন যুক্তরাষ্ট্রের রেসে যোগ দেওয়া সম্ভব হয়নি। সেই কারণে আমি সারা ভারতজুড়ে সাইকেল চালানোর সিদ্ধান্ত নিই।’
- Related topics -
- দেশ
- কাশ্মীর
- কন্যাকুমারী
- সাইকেল আরোহী
- মহারাষ্ট্র

