আবহাওয়াশ্রীনগরে তাপমাত্রা নামল গত ৩০ বছরের সর্বনিম্ন মাইনাস ৮.৮ ডিগ্রিতে, তীব্র ঠান্ডায় কাঁপছে কাশ্মীর
তীব্র শীতে কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকাই। শ্রীনগরে পারদ নেমে গিয়েছে হিমাঙ্কের ৮.৮ ডিগ্রি সেলসিয়াস নিচে। মরশুমে এটাই সবচেয়ে কম তাপমাত্রা। ফলে মরশুমের শীতলতম দিন শ্রীনগরে। গত ৩০ বছরে জানুয়ারিতে তাপমাত্রা এই প্রথম এতটা কমে গেল। আবহাওয়া বিভাগ সূত্রে রবিবার এ কথা জানানো হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৮.৮ ডিগ্রি । যা স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি কম। এর আগের রাতে শ্রীনগরের তাপমাত্রা ছিল মাইনাস ৭.২ ডিগ্রি ।