অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পাচ্ছে 'ফেলুদা ফেরত'! ১৬ নভেম্বর আসছে ট্রেলার।
Saturday, November 7 2020, 12:17 pm
Key Highlights
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'ফেলুদা ফেরত' নিয়ে দর্শকদের মধ্যে প্রথম থেকেই উত্তেজনা তুঙ্গে। 'ফেলুদা ফেরত' সিরিজে ফেলুদার ভূমিকায় দেখা যাবে টোটা রায় চৌধুরীকে। তোপসের ভূমিকায় নতুন মুখ কল্পন মিত্র। আর জটায়ু হিসেবে ধরা দেবেন অনির্বাণ চক্রবর্তী। জানা যাচ্ছে, ফেলুদা সিরিজের জনপ্রিয় দুই গল্প 'ছিন্নমস্তার অভিশাপ' এবং 'যত কাণ্ড কাঠমান্ডুতে'-তে নিয়েই বানানো হচ্ছে এই সিরিজ। কবে এটি মুক্তি পাবে তা জানতে বহুদিন ধরে উদগ্রীব 'ফেলুদা' প্রেমী বাঙালি। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল 'ফেলুদা ফেরত'-এর ফার্স্টলুক পোস্টার। সেই সঙ্গে আগামী ১৬ নভেম্বর 'ফেলুদা ফেরত'-এর ট্রেলার মুক্তি পাচ্ছে বলে জানানো হয়।
- Related topics -
- বিনোদন
- সৃজিত মুখার্জি
- ফেলুদা ফেরত
- টোটা রায় চৌধুরী
- অনির্বাণ চক্রবর্তী