রাজ্য

Srijan Bhattyacharya | রাজ্য থেকে জাতীয় স্তরে উত্তরণ! SFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন সৃজন ভট্টাচার্য

Srijan Bhattyacharya | রাজ্য থেকে জাতীয় স্তরে উত্তরণ! SFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন সৃজন ভট্টাচার্য
Key Highlights

সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন সৃজন।

জাতীয় স্তরে উত্তরণ হলো সিপিএমের তরুণ নেতা সৃজন ভট্টাচার্যের। কেরলের কোঝিকোড়ে চলছিল এসএফআইয়ের নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাছাইয়ের কাজ। রবিবার এসএফআইয়ের এই সর্বভারতীয় ১৮ তম সম্মেলনে সংগঠনে অনেক রদবদল হয়েছে। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে সৃজনকে। যাদবপুরের বাসিন্দা সৃজন ভট্টাচার্যে এসএফআই এর রাজ্য সম্পাদক পদে বেশ কয়েক বছর ছিলেন। এবার সর্বভারতীয় স্তরে উত্তরণ ঘটল তাঁর, বাড়ল পদমর্যাদা ও দায়িত্ব। নতুন সভাপতি হয়েছেন আদর্শ এম সাজি।