ভারতের হাতে এ বার শ্রীলঙ্কার বন্দর তৈরির বরাত, কাজ করবে আদানি

Tuesday, March 2 2021, 3:20 pm
highlightKey Highlights

শ্রীলঙ্কার পশ্চিম উপকূলীয় কলম্বো বন্দর তৈরির বরাত পাচ্ছে ভারত ও জাপান। কয়েকদিন আগেই শ্রীলঙ্কায় বন্দর নির্মাণের কাজে ভারতীয় পুঁজির বিনিয়োগ নিয়ে বিস্তর গোলমাল শুরু হয়। বিদেশী বিনিয়োগের বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ। ফলে পূর্ব উপকূলীয় বন্দর নির্মাণে ভারতের বিনিয়োগ আটকে যায়। সেই অবস্থান থেকে একেবারে উল্টো অবস্থান নিয়ে পশ্চিম উপকূলীয় বন্দর তৈরির বরাত ভারত ও জাপানের হাতে দিতে চলেছে শ্রীলঙ্কা। সে দেশের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের পর কেহেলিয়া রাম্বুকেওয়েলা এই তথ্যে সিলমোহর দিয়েছেন। ভারতের পক্ষ থেকে আদানি পোর্টকে এই কাজের জন্য বরাত দেওয়া হতে পারে, আগে পূর্ব উপকূলীয় বন্দরের ক্ষেত্রেও আদানিকেই নির্বাচন করেছিল কেন্দ্র।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File