খেলাধুলাচাঞ্চল্যকর রিপোর্ট সামনে এল, রোহিতকেও সরানোর প্রস্তাব বিরাট কোহলির
টি-২০ বিশ্বকাপের পর বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন যে, তিনি ভারতীয় দলের টি-২০ অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়াবেন। কোনও এক ধরনের ক্রিকেটে কোহলি যে, দায়িত্ব ছাড়বেন সেই বিষয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। অবশেষে সেই সকল গুঞ্জনই সত্যি হল। জানা যাচ্ছে রোহিত শর্মাকে ভাইস-ক্যাপ্টেনের পদ থেকে সরানোর জন্য নির্বাচক কমিটিকে প্রস্তাব দিয়েছিলেন বিরাট কোহলি। বিসিসিআই-এর এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, "বিরাট জানতই যে, টি-২০ বিশ্বকাপে ভাল কিছু করতে না পারলে ওকে সাদা বলের ক্যাপ্টেনসি থেকে সরানো হবে। ও নিজের কাঁধ থেকে চাপ কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি এটাও বোঝাতে চেয়েছে যে, ও নিজের ইচ্ছাতেই দায়িত্বে ছিল।"