ভারতের টেবিল টেনিস তারকা মনিকা বাত্রা বিদায় নিলেন অলিম্পিকের আসর থেকে
Tuesday, July 27 2021, 12:08 pm

থেমে গেল বিজয়রথ। টোকিয়ো অলিম্পিকের আসর থেকে ব্যর্থ হয়ে বিদায় নিলেন ভারতের টেবিল টেনিস তারকা মনিকা বাত্রা। মহিলাদের সিঙ্গলসে তিনি স্ট্রেট সেটে সোফিয়া পোলকানোবার কাছে পরাস্ত হন। মহিলাদের টেবিল টেনিস সিঙ্গলসে প্রথম দুটি গেমে হেরে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত গতকাল ৪–৩ ব্যবধানে ইউক্রেনের মার্গারিটা পোসোৎস্কাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে অবিশ্বাস্য কামব্যাক করেছিলেন মনিকা বাত্রা। কিন্তু শেষরক্ষা হলো না। অবশেষে ব্যার্থতাই স্বীকার করতে হল। ম্যাচের ফলাফল ছিল ৮-১১, ২-১১, ৫-১১, ৭-১১।
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক্স
- টোকিও
- ভারত
- টেবিল টেনিস
- মনিকা বাত্রা