৪ মে আইপিএল স্থগিত করে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই, IPL2022 দশ দলে হবে কিনা তার ইঙ্গিত দিল BCCI

Friday, December 8 2023, 1:22 pm
৪ মে আইপিএল স্থগিত করে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই, IPL2022 দশ দলে হবে কিনা তার ইঙ্গিত দিল BCCI
highlightKey Highlights

করোনার জেরে আইপিএল স্থগিত করতে বাধ্য হয় বিসিসিআই। ২০২২ এর আইপিএলের জন্য নতুন দুই দলের সংযোজনের পরিকল্পনাও আপাতত বাতিল করতে হয়েছে বিসিসিআই-কে। বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ‘আইপিএলের নতুন টিম নিয়ে কথা বলার এটা সময় নয়। স্থগিত হয়ে যাওয়া আইপিএল কী উপায়ে শেষ করা যায়, সেই রাস্তাটা আগে আমাদের খুঁজে বের করতে হবে। এবং তার পরেই আমরা সিদ্ধান্ত নিতে পারব, পরের বছর আইপিএলে নতুন টিমের সংযোজন নিয়ে। এখনও পর্যন্ত এই বিষয়ে বিসিসিআই কোনও আলোচনা করেনি। আমরা এই মুহূর্তে কোনও টাইম লাইন দিতে পারব না। আমি শুধু এটুকু বলতে পারি, এই মুহূর্তে এই নিয়ে কোনও আলোচনা হওয়ার সম্ভাবনা নেই।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File