Spicejet Flight | উড়তে গিয়েই খুলে গেল স্পাইসজেটের বিমানের চাকা! মুম্বই বিমানবন্দরে অল্পের জন্যে রক্ষা পেলো যাত্রীরা

গুজরাটের কালনা বিমানবন্দর থেকে ঠিক ওড়ার সময়ে রানওয়েতেই পড়ে যায়।
ফের বিমান বিভ্রাট। বরাত জোরে বড়োসড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেলো স্পাইসজেটের বিমান। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, এদিন গুজরাটের কালনা বিমানবন্দর থেকে উড়ে যায় একটি স্পাইসজেটের প্লেন। বিমানটি ওড়ার পর গুজরাটের কালনা বিমান বন্দরের কর্মীরা লক্ষ্য করেন বিমানের একটি চাকা খুলে রানওয়েতে পড়ে গিয়েছে। দ্রুত মুম্বই বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে কালনা বিমানবন্দর। সর্বোচ্চ জরুরিকালীন পরিস্থিতিতে বিমানটি মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। সূত্রের খবর, বিমানের প্রত্যেক যাত্রী নিরাপদে রয়েছেন।
- Related topics -
- দেশ
- বিমান পরিষেবা
- ভারতীয় বিমান
- বিমান
- বিমান দুর্ঘটনা
- বিমান বন্দর
- মুম্বাই