Higher Secondary Marksheet । নকল করা রুখতে উচ্চমাধ্যমিকের মার্কশিটে বসছে বিশেষ কিউআর কোড
Thursday, January 9 2025, 3:09 pm
Key Highlights
এবার উচ্চমাধ্যমিকের মার্কশিটেও থাকছে ইউভি সিকিউরিটি থ্রেট কোড। মার্কশিট যাতে জাল না হয়ে যায় সেটা রুখতে এবার এই ব্যবস্থা চালু করা হচ্ছে বলে খবর।
গত কয়েক বছরে ভুরি ভুরি জাল মার্কশিট ধরা পড়েছে রাজ্যে। তা রুখতেই গতবছর উচ্চমাধ্যমিকের মার্কশিটে কিউআর কোড যুক্ত করা হয়েছিল। তবে তেমন ভাবে কাজে আসেনি সে প্রযুক্তি। তাই এবার ভারতীয় মুদ্রায় যে সিস্টেম রয়েছে সেটাই রাখা হচ্ছে উচ্চমাধ্যমিকের মার্কশিটে। এবার উচ্চমাধ্যমিকের মার্কশিটে থাকছে 'ইউভি সিকিউরিটি থ্রেট কোড'। এই নির্দিষ্ট কোডের মাধ্যমে জানা যাবে সেই মার্কশিটটা নকল নাকি আসল। অন্য কেউ এই কোড নিজের মতো করে তৈরি করতে পারবে না।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ
- জালিয়াতি
- উচ্চমাধ্যমিক