বিনোদন‘আফগানিস্তানে যা হচ্ছে, তা আমাদের সাথেও হতে পারে'; বিশ্ব-রাজনীতি নিয়ে কী বললেন জয়া আহসান
খুব শীঘ্রই বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান অভিনীত প্রযোজক অতনু ঘোষের ‘বিনিসুতোয়’ মুক্তি পেতে চলেছে। তাঁর অভিনীত সিনেমার পাশাপাশি আফগানিস্তানে তালিবান শাসন কায়েম হওয়া নিয়েও কিছু কথা বলেছেন, "সেখানকার পুরুষতান্ত্রিক সমাজের আঙুল কম্পাসের কাঁটার মতো ঘুরে যায় নারীজাতির দিকে। বাংলাদেশ হোক বা ভারত বা বহির্বিশ্বের যে কোনও দেশেই মেয়েদের উপরে অত্যাচার হলে আমাদের সরব হতে হবে। দেশটা আমাদের থেকে দূরে ভেবে বসে থাকলে চলবে না। আজকে যা ওখানে হচ্ছে, কাল তা আমার দেশে বা কলকাতায়ও হতে পারে।"