সোমবার থেকে আগামী পাঁচ দিন সোনা বিনিয়োগের ক্ষেত্রে মহা-সুযোগ, ঘোষণা করলো কেন্দ্র
Tuesday, November 2 2021, 4:01 pm
Key Highlightsআগামী ২৫ শে অক্টোবর অর্থাৎ সোমবার থেকে সপ্তম দফার সভেরেইন গোল্ড বন্ড বা স্বর্ণ ঋণপত্র বিক্রি শুরু হচ্ছে। দীপাবলি ও ধনতেরসের আগেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এই দফায় বন্ড পাওয়া যাবে ২৫ থেকে ২৯ অক্টোবর। চলতি আর্থিক বছরে অর্থাৎ ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত মোট চার দফায় সোভারিন গোল্ড বন্ড বিক্রি হবে। কেন্দ্র চলতি অর্থবর্ষে এর আগে আরও ছ’দফায় বন্ড বিক্রি করেছে।
- Related topics -
- অর্থনৈতিক
- সোনা
- ভারত
- গোল্ড বন্ড
- অর্থমন্ত্রক
- নরেন্দ্র মোদি

