Vijay Deverakonda | ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন দক্ষিণী সুপারস্টার 'বিজয় দেবেরাকোণ্ডা'!
Thursday, July 17 2025, 6:11 pm
Key Highlightsদক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোণ্ডা হাসপাতালে ভর্তি। ডেঙ্গিতে আক্রান্ত বলেই প্রাথমিক সূত্রে খবর।
৩১ জুলাই মুক্তি পেতে চলেছে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোণ্ডার সিনেমা ‘Kingdom’। সিনেমা মুক্তির আগেই বিপদ। প্রাথমিক সূত্রে খবর, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বিজয়। এক প্রাইভেট হাসপাতালে ভর্তি রয়েছেন এই দক্ষিণী অভিনেতা। তবে অভিনেতার অবস্থা বর্তমানে স্থিতিশীল। আরও চারদিন তাঁকে হাসপাতালে থাকতে হবে। চিকিৎসক সূত্রে খবর, আগামী ২০ জুলাই হাসপাতাল থেকে তাঁকে ছাড়া হবে। জানা গিয়েছে, হাসপাতাল থেকে ছাড়পত্র পেলে তাঁর ছবির পরবর্তী প্রচার কাজে তিনি আবারও হাজির হবেন।
- Related topics -
- বিনোদন
- বিজয় দেবারাকোন্ডা
- ডেঙ্গু
- অসুস্থ
- দক্ষিণী অভিনেতা
- অভিনেতা

