South Korea | দক্ষিণ কোরিয়ায় জারি সামরিক আইন! ‘কমিউনিস্ট বাহিনীর’ হাত থেকে দেশকে রক্ষা করতে সিদ্ধান্ত প্রেসিডেন্ট ইওলের
Tuesday, December 3 2024, 3:41 pm
Key Highlightsদক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করলেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওল।
দক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করলেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওল। মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি ঘোষণা করে বলেন, ‘কমিউনিস্ট বাহিনীর’ হাত থেকে দেশকে রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ইউন সুক ইওলের অভিযোগ, তাঁর রাজনৈতিক বিরোধীরা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্ত। রাজনৈতিক বিরোধীদের তিনি উত্তর কোরিয়াপন্থী বলেও উল্লেখ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। দেশের সংবিধান রক্ষার জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান ইউন সুক ইওল।
- Related topics -
- আন্তর্জাতিক
- দক্ষিণ কোরিয়া
- সামরিক বাহিনী
- উত্তর কোরিয়া

