মাত্র সাত মাস সাত দিনে ১০টি সন্তানের জন্ম দিয়ে বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার এক মহিলা
Thursday, June 10 2021, 8:33 am
Key Highlightsদক্ষিণ আফ্রিকার এক মহিলা একসঙ্গে ১০টি সন্তানের জন্ম দিয়ে নতুন বিশ্ব রেকর্ড তৈরী করলো। গত সোমবার রাতে ৩৭ বছরের গোসিয়ামে থামারা সিথোলে জন্ম দিয়েছেন ১০ টি সন্তানের। গোসিয়ামের স্বামী তেবোহো জানায়, ‘‘আমার স্ত্রী সাত মাস সাত দিনের অন্তঃসত্ত্বা ছিলেন। ৭ ছেলে এবং ৩ মেয়ের জন্ম দিয়েছেন।’’ জানা যাচ্ছে এর আগেও যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন গোসিয়ামে। এখন তাঁদের বয়স ৬ বছর। জানা গিয়েছে ওই মহিলা এবং তাঁর ১০ সন্তানই সুস্থ রয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- দক্ষিণ আফ্রিকা
- বিশ্ব রেকর্ড

