PAK vs SA । পাকিস্তানকে ধরাশায়ী করলো প্রোটিয়া শিবির, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো দক্ষিণ আফ্রিকা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC 2023-25) উঠে গেল দক্ষিণ আফ্রিকা। রবিবার রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে দেন টেম্বা বাভুমারা।
রবিবার রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল উঠে গেল দক্ষিণ আফ্রিকা। প্রথমবার এই চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে প্রোটিয়ারা। এদিন ঘরের মাঠে পাকিস্তানের কাছে হারতে বসেছিল দক্ষিণ আফ্রিকা। মাত্র ৯৯ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল তাদের। হাল ফেরালেন মার্কো জানসেন এবং কাগিসো রাবাডা। ৫১ রানের দুর্দান্ত পার্টনারশিপে ম্যাচ জিতিয়ে দেন তাঁরা। তাদের প্রতিপক্ষ কে হবে তা নিয়ে টানটান লড়াই চলছে ভারত, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে।