Sana Ganguly Accident Update । দুর্ঘটনার কবলে সৌরভ কন্যা সানার গাড়ি, ধৃত বাসচালক
বাড়ির কাছে দুর্ঘটনার মুখে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা সানা। শুক্রবার সন্ধ্যায় বেহালা চৌরাস্তার কাছে সানার গাড়িতে ধাক্কা মারে একটি বাস।
শুক্রবার সন্ধ্যায় বেহালা চৌরাস্তার মোড়ে দুর্ঘটনার মুখে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা সানার গাড়ি। আচমকা সানার গাড়িতে ধাক্কা মারে একটি বাস। সানা গাড়ির অন্যদিকে বসে ছিলেন বলে তাঁর কোনো বিপদ হয়নি। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ির অন্য দিকটি। পরিস্থিতি এমন হয়েছিল যে সানার গাড়ি উলটে যেতে পারত। চালকের তৎপরতায় রক্ষা পায় গাড়িটি। ইতিমধ্যে আটক করা হয়েছে ঘাতক বাসের চালককে। সানাকে সুরক্ষিত ভাবে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। পুলিশ রুটিন তদন্ত শুরু করেছে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- বাস দুর্ঘটনা
- পথদুর্ঘটনা
- বেহালা
- সৌরভ গাঙ্গুলি