Sourav Ganguly | দুটি নতুন চমক নিয়ে স্টার জলসায় আসছেন সৌরভ গাঙ্গুলি ! প্রায় ১২৫ কোটি টাকার চুক্তিতে সই করলেন 'দাদা'!

Monday, April 21 2025, 12:50 pm
Sourav Ganguly | দুটি নতুন চমক নিয়ে স্টার জলসায় আসছেন সৌরভ গাঙ্গুলি ! প্রায় ১২৫ কোটি টাকার চুক্তিতে সই করলেন 'দাদা'!
highlightKey Highlights

চার বছরের জন্য প্রায় ১২৫ কোটি টাকার চুক্তিতে স্টার জলসার সঙ্গে যুক্ত হচ্ছেন 'মহারাজ'।


কেবল ক্রিকেটের বাইশ গজেই নয়, বিনোদন জগতেও রাজত্ব করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সুপারহিট তাঁর সঞ্চালনায় ‘দাদাগিরি’। এবার সেই জনপ্রিয়তা আরও একধাপ বাড়িয়ে স্টার জলসার সঙ্গে নতুনভাবে চুক্তিবদ্ধ হলেন 'দাদা'। জানা গিয়েছে, চার বছরের জন্য প্রায় ১২৫ কোটি টাকার চুক্তিতে স্টার জলসার সঙ্গে যুক্ত হচ্ছেন 'মহারাজ'। শোনা যাচ্ছে, আগামী বছর থেকে স্টার জলসায় শুরু হবে সৌরভের দুটি নতুন শো। একটি ‘বিগ বস বাংলা’ এবং অন্যটি একটি নতুন কুইজ শো। চুক্তি অনুযায়ী নাকি এই সময়ের মধ্যে জি বাংলায় আর দেখা যাবে না সৌরভকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File