খেলাধুলা২০২১ সালে আইপিএল কি ভারতে হবে? সে বিষয় স্পষ্ট করলেন বোর্ড প্রেসিডেন্ট ।
করোনা মহামারির মধ্যেও আইপিএল থেমে নেই। দেশে ক্রোড়পতি লিগ আয়োজন করতে পারেনি বিসিসিআই। বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট লিগকে বাঁচাতে সৌরভ গাঙ্গুলির বোর্ড নিরাপদ ভেন্যু হিসেবে বেছে নেয় সংযুক্ত আরব আমিরশাহি। সেই আমিরশাহিতে এখন লাস্ট ল্যাপে আইপিএল। বৃহস্পতিবার থেকে শুরু প্লে-অফ। এবারের আইপিএল শেষ হওয়ার আগেই পরের আইপিএলের দামামা বেজে গেল। পরিস্থিতির ওপর নজর রেখে সংযুক্ত আরব আমিরশাহিকে পরের বারের আইপিএলের জন্য বিকল্প ভেন্যু হিসেবে ধরে রাখা হচ্ছে বলেও জানান বিসিআই সভাপতি। পরের বার আইপিএলের নিলাম হবে কি? সে নিয়ে এখনই কিছু বলতে পারছেন না বোর্ড প্রেসিডেন্ট তবে এবারের আইপিএল নিলাম নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানান সৌরভ গাঙ্গুলি।