'রাজার মতো চলে গেলে বাপি', কিংবদন্তিকে শেষ বিদায় জানালেন কন্যা পৌলমী ।
Monday, November 16 2020, 7:40 am
Key Highlights
বাঙালিকে কাঁদিয়ে অমরত্বের অভিযানে ফেলুদা। সৌমিত্র কন্যা পৌলমী বললেন কেবল বাবা না আজ তিনি হারিয়েছেন তাঁর বেস্টফ্রেন্ড, সহকর্মী, কমরেড কে। পৌলমী দেবী জানালেন, শেষজীবনেও কাজের মধ্যেই ছিলেন তিনি। তাঁরই এক ডকুমেন্টরি 'নাম সৌমিত্র'র কাজ করেন এছাড়াও টালিগঞ্জের স্টুডিওয় 'আবোল তাবোল' পাঠ করেছেন। ৩০শে সেপ্টেম্বর ভারতলক্ষ্মী স্টুডিওয় শুটিং করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তারপরই সামান্য অসুস্থ বোধ করেন তিনি, ২রা অক্টোবর জ্বর আসা দুদিনের মধ্যে করোনা টেস্ট করানো হয় রিপোর্ট আসে পসিটিভ। ভর্তি করা হয় বেলভিউ হসপিটালে। করোনা জয় করলেও শেষপর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হয় অপরাজিত অপু কে ।
- Related topics -
- সেলিব্রিটি
- সৌমিত্র চট্টোপাধ্যায়
- বেলভিউ হাসপাতাল
- পৌলোমী বসু
- প্রয়াত