শিবরাত্রিতে শিব ঠাকুরের ছবি না পাঠিয়ে অসহায় মানুষের সাহায্য করার বার্তা দিলেন সোনু সুদ
Thursday, March 11 2021, 9:23 am

জাতীয় নায়ক হয়ে উঠেছেন সোনু সুদ। লকডাউনে সাধারণ মানুষের সাহায্য করে তিনিই এখন ‘ভগবান’। শিবরাত্রির দিন সেই সোনু নিজের অনুরাগীদের অসহায়কে সাহায্য করার বার্তা দিলেন। টুইটারে অভিনেতা লিখলেন, ‘ভগবান শিবের ছবি না পাঠিয়ে যে মানুষরা অসহায়, তাঁদের সাহায্য করুন। ওম নমঃ শিবায়।’ এই একই পথ অনুসরণ করেছেন অভিনেতা নিজেও। করোনা অতিমারির সময় নানা জায়গায় আটকে থাকা মানুষকে নিজের উদ্যোগে বাড়ি ফিরিয়েছিলেন সোনু। শুধু তাই নয়, অনেককে কর্মসংস্থান এবং পড়াশোনার ক্ষেত্রেও সাহায্য করেছেন অভিনেতা। সোনুকে সম্মান জানাতে তাঁর নামে তৈরি হয়েছে মন্দিরও। শিবরাত্রির দিনও তাই সকলকে নিজের মতাদর্শে অনুপ্রাণিত করলেন তিনি।
- Related topics -
- সেলিব্রিটি
- বলিউড
- সোনু সুদ
- শিবরাত্রি