
বেশ কিছুদিন ধরে কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকরা আন্দোলন শুরু করেছে তাতে প্রায় গোটা দেশ তোলপাড় হয়ে যাচ্ছে। এই আন্দোলন নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মুখ খোলায় বিজেপির গুরুদাসপুরের সাংসদ সানি দেওল বলেন কৃষকদের স্বার্থ নিয়েই বর্তমানে ভারত সরকার কাজ করছে, তাই অন্য দেশের এই নিয়ে কথা বলা অপ্রয়োজনীয়। তাঁদের অধিকারের দাবিতে আজ ভারত বনধ। এই আন্দোলনকে সমর্থন করে 'কিষাণ হ্যায় তো হাম হ্যায়' বলে ট্যুইট করেন সোনু সুদ। পাশাপাশি সমর্থনে সুর চড়ান অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ, এমনকি কৃষকদের সঙ্গে আন্দোলনেও বসতে দেখা যায় তাঁকে। কৃষকরা ইন্ডিয়ার 'ফুড সোলজার' বলে মন্তব্য করেন অভিনেত্রী প্রিয়ান চোপড়াও।
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।