Sonu Nigam | লাইভ শো চলাকালীন অসুস্থ্য সোনু নিগম! কী হলো জনপ্রিয় সংগীতশিল্পীর?
Monday, February 3 2025, 12:07 pm

লাইভ পারফর্ম্যান্সের সময় হঠাৎই অসুস্থ্য হয়ে পড়লেন খ্যাতনামা সংগীতশিল্পী সোনু নিগম!
লাইভ পারফর্ম্যান্সের সময় হঠাৎই অসুস্থ্য হয়ে পড়লেন খ্যাতনামা সংগীতশিল্পী সোনু নিগম! নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান, পুনেতে তাঁর একটি লাইভ শো চলাকালীন অসুস্থ্য হয়ে পড়েন তিনি। প্রথমে বিষয়টিতে খুব একটা গুরুত্ব দেননি শিল্পী। তবে পরে আর গান গাইতে পারছিলেন না যন্ত্রণায়। সোনু জানান, লাইভ অনুষ্ঠানের আগে তাঁর শরীরে হঠাৎই প্রচণ্ড ব্যথা শুরু হয়। কিন্তুপ্রচন্ড ব্যথা সহ্য করেও অনুষ্ঠান চালিয়ে গিয়েছেন শিল্পী। সোনু নিগম আরও একটি ভিডিয়ো শেয়ার করেন, যাতে দেখা গিয়েছে শিল্পী ব্যথা নিয়েও মাটিতে শুয়ে রেওয়াজ করছেন।
- Related topics -
- বিনোদন
- সঙ্গীতশিল্পী
- সেলিব্রিটি
- পুনে
- ভাইরাল
- সোশ্যাল মিডিয়া