Kedarnath Landslide | ধসে পাথর চাপা পড়ে মৃত্যু এক পুণ্যার্থীর! অনির্দিষ্টকালের জন্য বন্ধ সোনপ্রয়াগ থেকে কেদারনাথ যাত্রা!
Sunday, June 15 2025, 3:20 pm
Key Highlightsপ্রবল বৃষ্টির জেরে সোনপ্রয়াগ থেকে কেদারনাথ যাওয়ার পথে ধস নেমে মৃত্যু হল এক পুণ্যার্থীর।
প্রবল বৃষ্টির জেরে সোনপ্রয়াগ থেকে কেদারনাথ যাওয়ার পথে ধস নেমে মৃত্যু হল এক পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও ২ জন। এই পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি এড়াতে অনির্দিষ্টকালের ওই পথে কেদারনাথ যাত্রা বন্ধ করা হয়েছে। রুদ্রপ্রয়াগ পুলিশের তরফে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে একনাগাড়ে ভারী বৃষ্টির জেরে ওই পথে জঙ্গলচট্টির কাছে বড় ধস নেমেছে। ভারী পাথর চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের। ধ্বংসাবশেষ এবং পাথর পড়ে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাষ রয়েছে ওই অঞ্চলে।

 