Sonam Wangchuk | সোনম ওয়াংচুকের অবৈধ 'গ্রেপ্তারি' রুখতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ স্ত্রী গীতাঞ্জলি

Friday, October 3 2025, 5:40 am
highlightKey Highlights

গ্রেপ্তারিকে ‘অবৈধ’ বলে অভিহিত করে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, সকলকেই চিঠি পাঠান সোনমের স্ত্রী গীতাঞ্জলি আংমো। কিন্তু তাতে কোনও কাজ না হওয়ায় এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ সোনমের স্ত্রী।


লাদাখের অশান্তির জন্যে পরিবেশ কর্মী ও সোশ্যাল ওয়ার্কার সোনম ওয়াংচুকের ‘অবৈধ’ গ্রেপ্তারিতে হস্তক্ষেপের আবেদন করে ও অবিলম্বে তাঁর মুক্তির আর্জি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখেছিলেন সোনমের স্ত্রী গীতাঞ্জলি আংমো। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় আইনমন্ত্রী, লাদাখের উপরাজ্যপাল ও লাদাখ পুলিশের কাছেও আবেদনপত্র পাঠানো হয়েছিল। তাতে কাজ না হওয়ায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সোনমের স্ত্রী। উল্লেখ্য, লাদাখের ষষ্ঠ তফসিলের দাবিতে চলা আন্দোলনে আন্দোলনকারীদের উসকানি দেওয়ার অভিযোগে সোনমকে গ্রেপ্তার করেছিল পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File