Sonam Wangchuk । তিন দফা দাবি নিয়ে ‘নজরবন্দি’ অবস্থাতেই আমরণ অনশন শুরু করলেন সোনম ওয়াংচুক
রাজধানীর লাদাখ ভবনে ‘নজরবন্দি’ অবস্থাতেই আমরণ অনশন শুরু করলেন তিনি।
লাদাখের পরিবেশ রক্ষা, রাজ্যের মর্যাদা পাওয়া ও লাদাখকে ষষ্ঠ তফশিলের অন্তর্ভুক্ত করার দাবিতে ফের অনশন শুরু করলেন লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। রাজধানীর লাদাখ ভবনে ‘নজরবন্দি’ অবস্থাতেই আমরণ অনশন শুরু করলেন তিনি। ১ সেপ্টেম্বর লেহ থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন সোনম। ৩০ সেপ্টেম্বর রাতে তাঁরা পৌঁছন হরিয়ানা দিল্লির সিংঘু সীমানায়।পরিকল্পনা ছিল সেখানে রাত্রিবাস করে পরদিন তাঁরা পৌঁছবেন দিল্লির ‘মজনু কা টিলা’ এলাকায়। তবে ৩০ রাতেই তাকে আটক করে দিল্লি পুলিশ।
- Related topics -
- দেশ
- ভারত
- লাদাখ
- পরিবেশ রক্ষা