দেশ

Sonam Raghuvanshi | মেঘালয় কাণ্ডের পর্দাফাঁস! ভাড়া গুন্ডা দিয়ে স্বামীকে খুন করিয়েছিলেন সোনম রঘুবংশী!

Sonam Raghuvanshi | মেঘালয় কাণ্ডের পর্দাফাঁস! ভাড়া গুন্ডা দিয়ে স্বামীকে খুন করিয়েছিলেন সোনম রঘুবংশী!
Key Highlights

পুলিশের প্রাথমিক অনুমান, অন্য একজনকে ভালোবাসতেন সোনম। আর সেই জন্যই ছক কষে স্বামী রাজাকে খুন করেন তিনি।

গত ১৯ মে বিয়ের পর ২০ তারিখ হানিমুনে মেঘালয়ে হানিমুনে গিয়ে নিখোঁজ হয়ে যায় রাজা ও সোনম রঘুবংশী। কিছুদিন পর স্বামীর দেহ উদ্ধার করা হলেও নিখোঁজ ছিল স্ত্রী। আসলে নিখোঁজ নয়, 'পলাতক' ছিলেন সোনম রঘুবংশী। এমনকি স্বামীর মৃত্যুর পেছনেও হাত রয়েছে তারই। ইতিমধ্যে উত্তরপ্রদেশের গাজ়িপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে সোনমকে। পুলিশের প্রাথমিক অনুমান, অন্য একজনকে ভালোবাসতেন সোনম। আর সেই জন্যই ছক কষে স্বামী রাজাকে খুন করেন তিনি। স্বামীকে খুন করার জন্য ব্যবহার করা হয় ভাড়া করা গুণ্ডাও।