দেশ

তামিলনাড়ুতে রাস্তার ধারে পড়ে থাকা অজগর সাপের দেহের শেষকৃত্য সম্পন্ন করলেন কয়েকজন গ্রামবাসী।

তামিলনাড়ুতে রাস্তার ধারে পড়ে থাকা অজগর সাপের দেহের শেষকৃত্য সম্পন্ন করলেন কয়েকজন গ্রামবাসী।
Key Highlights

রাস্তার ধারে পড়ে থাকা অজগর সাপের দেহের শেষকৃত্য করলেন তামিলনাড়ুর বেশ কয়েকজন গ্রামবাসী। জানা গিয়েছে অজগর সাপটি রাস্তা পারাপার করছিল সেই সময় একটি লরি তাকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মারাও যায় অজগরটি। স্মার্টফোনের যুগে কেউ কেউ ছবি তুলে রাখলেন ১২ ফুট লম্বা অজগরের। একদল গ্রামবাসী ঠিক করেন ওই সাপটির শেষকৃত্যের আয়োজন করবেন। যথেষ্ট যত্ন করে সাপের দেহটি রাস্তা থেকে উদ্ধার করেন তাঁরা। প্রথমে সাদা কাপড়ে দেহটি মুড়ে দেওয়া হয়। এরপর ফুল দিয়ে সাজানো হয় দেহটি তারপর কাঁধে করে একটি বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে মাটি খোঁড়া হয় তারপর গর্তের ভিতরে সাপের দেহটি সমাধিস্থ করা হয়।