Virat Kohli | রয়েছে এমন ৫টি রেকর্ড যা কার্যত ভাঙা অসম্ভব! বিরাট কোহলির জন্মদিনে এক নজরে তাঁর কিছু ওডিআই রেকর্ড
Tuesday, November 5 2024, 7:19 am
Key Highlightsআজ,৫ নভেম্বর সেই 'কিং' বিরাট কোহলির ৩৬তম জন্মদিন। সম্প্রতি বিরাটের ব্যাটে উজ্জ্বল ইনিংস দেখা যাচ্ছে না। কিন্তু এটা ভুললে চলবে না, কিং কোহলি একাধিক রেকর্ডের মালিক।
তাঁকে বলা হয় ভারতীয় ক্রিকেট জগতের 'কিং'! আজ,৫ নভেম্বর সেই 'কিং' বিরাট কোহলির ৩৬তম জন্মদিন। সম্প্রতি বিরাটের ব্যাটে উজ্জ্বল ইনিংস দেখা যাচ্ছে না। কিন্তু এটা ভুললে চলবে না, কিং কোহলি একাধিক রেকর্ডের মালিক। কেবল ওডিআইতেই তাঁর করা এমন ৫টি রেকর্ড রয়েছে, যা কার্যত ভাঙা অসম্ভব। যেমন, টেস্টে ৯০৪০ রানের মালিক আন্তর্জাতিক কেরিয়ারে ২৯৫ টি ওডিআই ম্যাচ খেলেছেন। তাঁর ক্রিকেট কেরিয়ারে করেছেন ৫০টি ওডিআই সেঞ্চুরি। এক ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ড ইত্যাদি।

