Yoga Champion । অভাবের সংসার, প্রতিকূলতা কাটিয়ে যোগাসনে জাতীয় স্তরে সোনা জয় মেদিনীপুরের ছেলের
Thursday, January 9 2025, 5:15 pm
Key Highlights
সম্প্রতি জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সোনা জয় করেছে প্রত্যন্ত গ্রামের ছেলে দাঁতন হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র সোহম পাত্র।
সম্প্রতি যোগাসনে জাতীয় স্তরে সফলতা মিলেছে প্রত্যন্ত গ্রামের ছেলে সোহম পাত্রের। পারিবারিকভাবে অস্বচ্ছল সোহম পশ্চিম মেদিনীপুরের দাঁতন হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র। সোহমের বাবা পর্যটন কেন্দ্র দিঘায় সিকিউরিটি গার্ডের কাজ করেন। সম্প্রতি ঝাড়খন্ডে আয়োজিত ৪৩তম জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশিপে ১৪ থেকে ১৮ বছর বয়সী জুনিয়র বালক বিভাগে প্রথম স্থান অধিকার করে সোনা জয় করেছে সোহম। নুন আনতে পান্তা ফুরানোর সংসারেও যোগাসনের প্রতি অধ্যাবসায় তাঁকে এনে দিয়েছে একাধিক রাজ্য ও জেলা স্তরের পুরস্কার।