শহর কলকাতা

Sodepur flyover | শুক্র থেকে সোম বন্ধ সোদপুর ফ্লাইওভার! চলবে সংস্কারের কাজ

Sodepur flyover | শুক্র থেকে সোম বন্ধ সোদপুর ফ্লাইওভার! চলবে সংস্কারের কাজ
Key Highlights

প্রত্যেক সপ্তাহের শুক্রবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ব্রিজ সম্পূর্ণ বন্ধ রেখে এই কাজ হবে।

সোদপুর ব্রিজের বয়স ৩৩ বছর। এর আগেও ব্রিজের নানারকম সমস্যা ধরা পড়েছিল। এবার ব্রিজের স্বাস্থ্য পরীক্ষায় বিয়ারিংয়ের সমস্যা ধরা পড়ায় ইতিমধ্যেই ১০ টনের বেশি ভারী যানবাহন চলাচল বন্ধ করা হযেছে। তাই চলতি মাসের ১৯ তারিখ থেকে ব্রিজের সংস্কারের কাজ শুরুর করতে চলেছে প্রশাসন। ১৫ সেপ্টেম্বর অবধি কাজ চলবে। প্রতি সপ্তাহের শুক্রবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ব্রিজ সম্পূর্ণ বন্ধ রেখে সংস্কারের কাজ হবে। ব্রিজ বন্ধ থাকলে একফোর্ড রোড ও রামচন্দ্রপুরের রাস্তা দিয়ে বাস, লরি সহ সমস্ত গাড়ি যাতায়াত করবে।