তবে কি ভারতে বন্ধ হতে চলেছে ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রাম? কিন্তু কেন?

Tuesday, June 1 2021, 8:29 am
highlightKey Highlights

ভারতে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে কিছু নতুন নিয়মবিধি চালু করার জন্য ৩ মাসের জন্য সময় দিয়ে গত ২৫শে ফেব্রুয়ারী, কেন্দ্রীয় সরকার একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল। এই নির্দেশিকানুযায়ী, সোশ্যাল মিডিয়ায় কোনো আপত্তিজনক পোস্ট করলে পোস্টদাতাসহ সংশ্লিষ্ট মাধ্যমকে আদালতে পেশ করা হবে; OTT প্ল্যাটফর্মে কোনো ত্রিস্তরীয় নিয়ন্ত্রণের অভিযোগ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে। সূত্রের খবর অনুযায়ী, শুধুমাত্র koo অ্যাপ ছাড়া অন্য কোনো সোশ্যাল মিডিয়া এই গাইডলাইন সম্পর্কে কোনো উত্তর দেয়নি। অন্যদিকে আজই এই ৩ মাস সময়ের শেষ দিন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File