Ayodhya Babri Masjid । জমিতে কেবল লাগানো একটি সাদা বোর্ড, অর্থ ও উদ্যোগের অভাবে শুরুই হয়নি অযোধ্যা বাবরি মসজিদ তৈরী কাজ?
Thursday, September 12 2024, 11:50 am
Key Highlightsএখনও পর্যন্ত বাবরি মসজিদের জন্য বরাদ্দ ৫ একর জমিতে কোনও কাজই শুরু হয়নি।
প্রায় চার বছর আগে বাবরি মসজিদ গঠনের জন্য তৈরী হয় ট্রাস্ট। ২০২০ সালের ডিসেম্বর মাসে মসজিদের ডিজাইনও প্রকাশ করা হয়। কিন্তু এখনও পর্যন্ত বাবরি মসজিদের জন্য বরাদ্দ ৫ একর জমিতে কোনও কাজই শুরু হয়নি। আপাতত সেখানে একটি সাদা বোর্ডই লাগানো রয়েছে, যেখানে বাবরি মসজিদ তৈরির কথা উল্লেখ করা আছে। যাবতীয় পরিকল্পনা ড্রয়িং বোর্ডেই রয়ে গিয়েছে। শুধু অর্থের অভাব নয়, কর্মকর্তাদের গাফিলতি ও উদ্যোগের অভাব রয়েছে বলেও অভিযোগ করেছেন ধন্যিপুরের বাসিন্দারা।

