Smriti Mandhana | সেরার সেরা স্মৃতি! আইসিসির বর্ষসেরা মহিলা ওডিআই ক্রিকেটার নির্বাচিত হলেন স্মৃতি মন্ধনা!

গত বছর ওডিআই ক্রিকেটে দুরন্ত ব্যাটিংয়ের কারণে সেরার সেরা হিসেবে নির্বাচিত হলেন স্মৃতি মন্ধনা।
গত বছর ওডিআই ক্রিকেটে দুরন্ত ব্যাটিংয়ের কারণে সেরার সেরা হিসেবে নির্বাচিত হলেন স্মৃতি মন্ধনা। আইসিসির বর্ষসেরা মহিলা ওডিআই ক্রিকেটার হিসেবে সম্মান পেলেন স্মৃতি। গত বছর সর্বোচ্চ রান করা ক্রিকেটার ছিলেন তিনি। ২০২৪ সালে মন্ধনা মোট ১৩টি ওডিআই ম্যাচের ১২ ইনিংসে ৭৪৩ রান করেছিলেন। শতরান করেছিলেন চারটি। আইসিসির বর্ষসেরার দৌড়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানা সাদার্ল্যান্ড এবং শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। তবে সবাইকে পিছনে ফেলে সেরার সেরা হলেন ভারতের স্মৃতি মন্ধনা।