Smriti Mandhana | শ্রীলঙ্কার বিরুদ্ধে ঝোড়ো ইনিংস, সমালোচকদের যোগ্য জবাব দিয়ে হাফসেঞ্চুরি স্মৃতির, গড়লেন রেকর্ডও

কেরালার গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঝোড়ো হাফসেঞ্চুরি উপহার দিলেন ভারতীয় ওপেনার।
বিয়ে ভাঙার যন্ত্রণা, বডি শেমিং সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে ফর্মে ফিরলেন স্মৃতি মন্ধানা। শ্রীলঙ্কা সিরিজের মধ্য দিয়েই ২২ গজে ফিরেছিলেন স্মৃতি মন্ধানা। রানে ফিরলেন চতুর্থ ম্যাচে। কেরালার গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঝোড়ো হাফসেঞ্চুরি উপহার দিলেন ভারতীয় ওপেনার। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক অতিক্রম করলেন স্মৃতি। মিতালি রাজ, শার্লট এডওয়ার্ডস এবং সুজি বেটসের পর চতুর্থ মহিলা ক্রিকেটার হিসেবে এই মাইলফলক অর্জন করলেন স্মৃতি।
