Smriti Mandhana | ফের বিয়ের পিঁড়িতে বসছে স্মৃতি-পলাশ? জল্পনা নিয়ে মুখ খুললেন স্মৃতির দাদা শ্রবণ
Tuesday, December 2 2025, 2:50 pm
Key Highlightsপলাশের মা অমিতা জানিয়েছিলেন, তবে সব কিছু ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে।
আবারও জোড়া লাগছে ‘পালরিতি’র সম্পর্ক? নেটদুনিয়ায় ছড়াচ্ছে গুঞ্জন। সূত্রের খবর, গত ২৩ নভেম্বর বিয়ে ছিল বিশ্বজয়ী ব্যাটার স্মৃতি মন্ধানা এবং গায়ক পলাশ মুচ্ছলের। ওইদিন সকালে হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। পরদিন হাসপাতালে ভর্তি হয় পলাশও। দুজনেই ছাড়া পেয়েছেন। ইতিমধ্যেই কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের ঘনিষ্ঠতা নিয়ে চর্চা তুঙ্গে। বিয়ে নিয়ে মুখ খুলেছেন স্মৃতির দাদা শ্রবণ মন্ধানাও। তিনি জানিয়েছেন, “কীভাবে এসব জল্পনা ছড়াচ্ছে, আমার কোনও ধারণা নেই। এখনও পর্যন্ত বিয়ে স্থগিত রয়েছে।”
- Related topics -
- খেলাধুলা
- স্মৃতি মান্ধানা
- শুভ বিবাহ
- বিবাহ
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেট
- ক্রিকেটার
- মহিলা ক্রিকেটার
- ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল
- পরকীয়া

