এলইডি প্যানেলের দাম বাড়ায় এপ্রিল মাস থেকে বাড়তে চলেছে স্মার্ট টিভির দাম, জানালেন মণীশ শর্মা
Friday, December 15 2023, 11:27 am
Key Highlightsদেশজুড়ে লকডাউন-এর কারণে প্রায় প্রত্যেকের ব্যবসারই কম-বেশি লোকসান হয়েছে। এলইডি টিভির যে পর্দায় আমরা ছবি দেখতে পাই, গত এক মাস ধরে সেই পর্দার দাম পূর্বের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধি হয়েছে। দক্ষিণ এশিয়া এবং ভারতে প্যানাসোনিক ইন্ডিয়ার প্রেসিডেন্ট ও সিইও মণীশ শর্মা এ বিষয়ে জানিয়েছেন, প্যানেলের দাম বাড়ানোর কারণেই টিভিরও দাম বাড়ছে। আগামী ১লা এপ্রিল থেকে বর্তমান গতিপ্রকৃতি অনুযায়ী ৫থেকে ৭ শতাংশ দাম বাড়াতে চলেছে প্যানাসোনিক, হায়ার এবং টমসনের মতো সংস্থাগুলি।
- Related topics -
- লাইফস্টাইল
- টেলিভিশন
- মূল্যবৃদ্ধি
- প্যানাসোনিক
- হায়ার
- বাণিজ্য

