Semiconductor Unit | দেশে তৈরী হবে ষষ্ঠ সেমিকন্ডাক্টার নির্মাণকারী ইউনিট! বরাদ্দ ৩৭০০ কোটি টাকা!
Thursday, May 15 2025, 5:40 am
 Key Highlights
Key Highlightsদেশে এবার তৈরী হতে চলেছে ষষ্ঠ সেমিকন্ডাক্টার নির্মাণকারী ইউনিট। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সেমিকন্ডাক্টার ইউনিট নির্মাণে ছাড়পত্র দিয়েছে।
দেশে এবার তৈরী হতে চলেছে ষষ্ঠ সেমিকন্ডাক্টার নির্মাণকারী ইউনিট। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সেমিকন্ডাক্টার ইউনিট নির্মাণে ছাড়পত্র দিয়েছে। ৩৭০০ কোটি টাকা বিনিয়োগে এই ইউনিট তৈরি হবে যোগীগড় উত্তর প্রদেশের জেওয়ারে। জানা যাচ্ছে, প্রস্তাবিত এই সেমিকন্ডাক্টার প্ল্যান্টে যৌথ উদ্যোগে রয়েছে ফক্সকন ও এইচসিএল। তথ্য বলছে, এই উৎপাদন ইউনিটে তৈরি হবে ‘ডিসপ্লে ড্রাইভ চিপ’। এই চিপ ফোন, ল্যাপটপ, অটোমোবাইল, অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে কাজে লাগে। কেন্দ্রের আশা, এই ইউনিট ২০০০ কর্মসংস্থান তৈরী করবে।
-  Related topics - 
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- প্রযুক্তি
- উত্তরপ্রদেশ
- নরেন্দ্র মোদি

 
 