Vice Chancellor | সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ছয় বিশ্ববিদ্যালয় পেতে চলেছে স্থায়ী উপাচার্য
Friday, December 6 2024, 6:25 pm
Key Highlightsপশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবে সায় দিয়েই ছটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের নাম চূড়ান্ত করলেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য।
পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবে সায় দিয়েই ছটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের নাম চূড়ান্ত করলেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ছয় বিশ্ববিদ্যালয় এবার স্থায়ী উপাচার্য পেতে চলেছে। নিয়ম অনুযায়ী, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হলেন সাংবিধানিক প্রধান রাজ্যপাল। এতদিন ৬ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্যরা দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য পদে বসছেন নির্মাল্যনারায়ণ চক্রবর্তী। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভার নেবেন শংকরকুমার নাথ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কল্লোল পাল। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য রূপকুমার বর্মন। রানি রাসমনি গ্রিন বিশ্ববিদ্যালয়ের অমিয়কুমার পণ্ডা। সিধো কানহো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসছেন পবিত্রকুমার চক্রবর্তী।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- রাজ্যপাল
- রাজ্য সরকার

