SIR-WB | ২০০২-এর তালিকায় নাম নেই, অথচ ভোট দিয়েছেন প্রতিবারই! সেক্ষেত্রে কী করবেন?
Wednesday, November 5 2025, 5:21 am
Key Highlightsকোনও কারণে শেষ বার যখন স্পেশাল ইনটেনসিভ রিভিশন (সার) হয়েছিল, তখন হয়তো আপনার বা পরিবারের নাম বাদ গিয়েছে। এখন তা হলে কী করতে হবে।
২০০২ এর ভোটার তালিকায় আপনার কিংবা বাবা-মা, ঠাকুরদা-ঠাকুমার নাম ছিল না অথচ আগের বা পরের ভোটার তালিকায় সকলের নাম ছিল। সেক্ষেত্রে কী করবেন? নির্বাচন কমিশন জানিয়েছে চিন্তার কোনো কারণ নেই। BLO বাড়িতে এনিউমারেশন ফর্ম দিলে তা পূরণ করে জমা দিন। ফর্মের বি ও সি কলাম দু'টি ফিলআপ করবেন না। দেবেন না কোনো নথি। ফর্ম জমা দিলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠে যাবে। ERO শুনানির জন্যে ৭দিন সময় দেওয়া হবে। সেই সময় ২০০২এর আগের ভোটার তালিকায় থাকা নামের লিঙ্কেজ এবং কমিশনের নির্ধারিত নথিগুলির যে কোনও একটি জমা দিলেই হবে।
- Related topics -
- রাজ্য
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর
- পশ্চিমবঙ্গ
- ভোট প্রচার
- ই-ভোটার কার্ড
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- শহর কলকাতা
- পশ্চিমবঙ্গ সরকার

