SIR | কাদের নাম বাদ পড়বে ভোটার তালিকা থেকে? - স্পষ্ট জানালো নির্বাচন কমিশন
Thursday, November 13 2025, 3:11 pm
Key Highlightsকাদের নাম বাদ পড়বে, তা জানতে গেলে, আগে জানতে হবে কাদের নাম থাকবে।
বাংলায় চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR। কাদের নাম বাদ পড়বে তা নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, যাঁরা মৃত ব্যক্তি তাঁদের নাম বাদ পড়বে। যাঁরা অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন অর্থাৎ অন্য জায়গায় ভোটার তালিকায় নাম উঠছে, তাঁদের এক জায়গা থেকে নাম বাদ পড়বে। যাদের কোনও রকম ডকুমেন্ট নেই, অথচ দেখা যাচ্ছে কোনও ভুলের জন্য ভোটার তালিকায় নাম ঢুকে গিয়েছে, তাঁদের নাম বাদ পড়বে। এই তিন ক্ষেত্রেই নাম বাদ যাবে SIR তালিকা থেকে।
- Related topics -
- দেশ
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর
- ভোট প্রচার
- পুরভোট
- জাতীয় ভোটার দিবস
- ভোটার কার্ড
- ই-ভোটার কার্ড
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- লোকসভা নির্বাচন

